রাসেল-নারিনদের হারিয়ে টি-টেনের শিরোপা : 





শিরোপা নির্ধারণী মঞ্চে ২৫ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন পাকিস্তানের হার্ডহিটার ব্যাটসম্যান আসিফ আলী। ১৩ বলে ২২ রান করেন নিউইয়র্ক অধিনায়ক কিরন পোলার্ড। দুজনেই অপরাজিত থেকে নিউইয়র্ককে জিতিয়ে তবে মাঠ ছাড়েন। অথচ এর আগে নিউইয়র্কের শুরুটা ছিল নড়বড়ে। দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ-মোহাম্মদ ওয়াসিম দলীয় ৭ রানে সাজঘরে ফিরলে ধাক্কা খায় তারা। ধাক্কা সামলে আসিফ-পোলার্ড দলকে নিয়ে যান জয়ের বন্দরে। 




 শনিবার (৯ ডিসেম্বর) রাতে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ডেকানকে ব্যাটিংয়ে পাঠায় নিউইয়র্ক। আগে ব্যাট করে চ্যালেঞ্জিং লক্ষ্য দিতে পারেনি দলটি। ৫ উইকেট হারিয়ে ৯১ রান করে তারা। রানতাড়া করতে নেমে নিউইয়র্ক ৪ বল হাতে রেখে ৭ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে।